ঝিনাইদহ জেলার একটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট। যা ঝিনাইদহ হইতে মাগুরা/ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত একটি ইনস্টিটিউট। ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টেকনোলজিতে শিক্ষার্থীরা পড়াশোনা করে। সিভিল , কম্পিউটার,ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং এনভাইরনমেন্টাল টেকনোলজি নামে পাঁচটি বিভাগ আছে। এখানে দুইটি শিফট চালু রয়েছে । প্রথম শিফটে (সকাল ৮ টা হইতে ) এবং দ্বিতীয় শিফটে (দুপুর ১:৩০ মিনিট হইতে ) শিক্ষা কার্যক্রম শুরু হয় ।প্রথম শিফটে উপরোক্ত পাঁচটি বিভাগে মোট সিট সংখ্যা ( ৫ × ৫০ = ২৫০ ) এবং দ্বিতীয় শিফটে উপরোক্ত পাঁচটি বিভাগে মোট সিট সংখ্যা ( ৫ × ৫০ = ২৫০ ) ।